আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল (সোমবার)।

আজ (রোববার) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্যের আবেদন করেন। এরপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এই মামলায় গ্রেফতার আট আসামির মধ্যে সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চান। ট্র্যাইব্যুনাল বিষয়টি গ্রহণ করলেও রাজসাক্ষী হওয়ার আবেদনের বিষয়ে কোন আদেশ দেননি।

গত ২ জুলাই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ  ট্র্যাইব্যুনাল-২। এরপর ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আটজন ট্র্যাইব্যুনালে হাজির ছিলেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক  ও কনস্টেবল মুকুল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল তখন একজন জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।’ 

নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারীদের ঢল
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন
হাসিনার মামলার রায়কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ
রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
১০ আইনজীবীর বহিষ্কার আদেশ প্রত্যাহার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যে ৫ অভিযোগ
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ : ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়
১০