চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু। ছবি: বাসস

চট্রগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এদিকে চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যবস্থাপনা বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সকাল সাড়ে ৯টার দিকে চাকসু ভবনেই এই ফরম বিতরণ শুরু হয়। আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম দিনেই মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি প্রথম মনোনয়নপত্র নিয়েছেন। আশা করি, ধীরে ধীরে আরও প্রার্থী ফরম নিতে আসবেন। পরিবেশ এখন শান্তিপূর্ণ। নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদের জন্য নির্দেশনা ও রশিদ দিচ্ছি। সেগুলো ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) পর জমা দিতে হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরও প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব প্রার্থীকে ডোপ টেস্টের ফলাফলও জমা দিতে হবে। নির্দিষ্ট ফি দিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে এ পরীক্ষা করাতে হবে।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা চাকসু নির্বাচন অফিসে তিনটি বুথ করেছি। কেন্দ্রীয় ফরম, হল সংসদ ফরম ও ছাত্রীদের জন্য আলাদা ফরম। সব মিলিয়ে তিনটি বুথ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।’

প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করা তায়েফুল আলম ফরাজি ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের জন্য অনেক দিন ধরে কাজ করছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। মনে হল খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ এসেছে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। প্রথম মনোনয়ন ফরম নিতে পেরে ভালো লাগছে।’

এদিকে চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। সে হিসেবে বর্তমানে চাকসুতে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। তবে এর মধ্যে ছাত্র কত এবং ছাত্রী কত, তা জানাতে পারেনি কমিশন। তবে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে সে তালিকাও প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাইুবাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোন মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
১০