পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' 

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪
পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' । ছবি : বাসস

পিরোজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় কাউখালী থানা পুলিশের আয়োজনে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় এ 'ওপেন হাউজ ডে 'অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাইজিদ আহমেদ, কাউখালী-নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

এসময় তিনি মাদকের সঙ্গে কোনো আপস নেই উল্লেখ করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক হুমায়ুুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল
বিএমইউতে ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 
ফুটবলে সাফল্যের জন্য অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন : জাফর
বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান
ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম 
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন
১০