পিরোজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় কাউখালী থানা পুলিশের আয়োজনে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় এ 'ওপেন হাউজ ডে 'অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাইজিদ আহমেদ, কাউখালী-নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
এসময় তিনি মাদকের সঙ্গে কোনো আপস নেই উল্লেখ করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক হুমায়ুুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।