শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে রাজশাহীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা জেলার মোট মোট ৪৬২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে।  রাজশাহী শহরে ৮০টি এবং এর বাইরে ৩৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। 

প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজে শিল্পীরা এখন ব্যস্ততম সময় পার করছেন। ষষ্ঠী দিয়ে শুরু হয়ে দশমীর মাধ্যমে এ উৎসব শেষ হবে।

রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, উৎসব চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও র‌্যাব টহলে থাকবে। স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হবে।

সভায় হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০