দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

রংপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আজ সোমবার রংপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের সময় পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

দুর্গা প্রতিমা বিসর্জনের আগে, বিসর্জনের সময় এবং পরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও কুইক রেসপন্স টিম সবসময় প্রস্তুত থাকবে।

তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রশাসন, পুলিশ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ করার পাশাপাশি সবাইকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মোবাইল নাম্বার পূজামণ্ডপে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন তিনি। এতে করে প্রয়োজনের সময় মানুষ সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। 

তিনি প্রতিটি পূজামণ্ডপে পুরুষ ও নারী স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা এবং পুরুষ ও নারী দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার  পথের ব্যবস্থা রাখার ওপরও জোর দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০