দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

দিনাজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুর উপজেলায় এলজিইডি’র (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের টিম অভিযান পরিচালনা করেছে। 

আজ সোমবার পরিচালিত এই অভিযানে রাস্তার বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করা হয়।

দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মুসা জানান, ডাঙ্গাপাড়া হতে হরিহারপুরহাট পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার রাস্তা মেরামতের কাজ শেষ হলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে বৃষ্টির পানির সঙ্গে রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। এ অবস্থার কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে দুদক তাদের অভিজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে রাস্তার নির্মাণকাজ শিডিউল অনুযায়ী হয়েছে কি না তা নিশ্চিত করতে আধুনিক পদ্ধতিতে রাস্তার নমুনা সংগ্রহ করেছে। অভিযানের সময় স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করে সহায়তা করেছেন এবং দাবি করেছেন, রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।

দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, এলজিইডি সদর দপ্তর থেকে ডাঙ্গাপাড়া থেকে হরিহারপুরহাট পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের জন্য ২৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে রাস্তার কার্পেটিং উঠে যাওয়া ও অন্যান্য অনিয়মের অভিযোগে দুদক জেলা কার্যালয় সরেজমিনে অভিযান পরিচালনা করেছে। অভিযানের পর রাস্তার বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করে তা প্রতিবেদন আকারে দুদক সদর দপ্তরে পাঠানো হবে। সদর দপ্তরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল
বিএমইউতে ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 
ফুটবলে সাফল্যের জন্য অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন : জাফর
বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান
ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম 
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন
১০