দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

দিনাজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুর উপজেলায় এলজিইডি’র (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের টিম অভিযান পরিচালনা করেছে। 

আজ সোমবার পরিচালিত এই অভিযানে রাস্তার বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করা হয়।

দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মুসা জানান, ডাঙ্গাপাড়া হতে হরিহারপুরহাট পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার রাস্তা মেরামতের কাজ শেষ হলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে বৃষ্টির পানির সঙ্গে রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। এ অবস্থার কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে দুদক তাদের অভিজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে রাস্তার নির্মাণকাজ শিডিউল অনুযায়ী হয়েছে কি না তা নিশ্চিত করতে আধুনিক পদ্ধতিতে রাস্তার নমুনা সংগ্রহ করেছে। অভিযানের সময় স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করে সহায়তা করেছেন এবং দাবি করেছেন, রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।

দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, এলজিইডি সদর দপ্তর থেকে ডাঙ্গাপাড়া থেকে হরিহারপুরহাট পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের জন্য ২৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে রাস্তার কার্পেটিং উঠে যাওয়া ও অন্যান্য অনিয়মের অভিযোগে দুদক জেলা কার্যালয় সরেজমিনে অভিযান পরিচালনা করেছে। অভিযানের পর রাস্তার বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করে তা প্রতিবেদন আকারে দুদক সদর দপ্তরে পাঠানো হবে। সদর দপ্তরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০