শেরপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরের নকলা উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল ৫ টায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগ নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিপা পার্শ্ববর্তী এলাকার উজ্জল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিপা কয়েকদিন আগে তার দুই সন্তান ও স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে ইলেকক্ট্রিক পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।