গাইবান্ধায় ৫৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭
ফাইল ছবি

গাইবান্ধা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ৫৮৫টি পূজা মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। 

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ (বিপিইউপি) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সাহা আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানান।

তিনি বলেন, মোট পূজা মণ্ডপের মধ্যে সদর উপজেলায় ৯২টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১২৮টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৩টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৭টি, পলাশবাড়ী উপজেলায় ৫৬টি, সাঘাটা উপজেলায় ৫৩টি এবং ফুলছড়ি উপজেলায় ১৬টি মণ্ডপ নির্মাণ করা হবে। এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৪টি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, পাঁচ দিনব্যাপী এই পূজা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২ অক্টোবর খাল, পুকুর এবং নদীসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ সাহা বলেন, বার্ষিক অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলা জুড়ে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বিপিইউপি, জেলা ইউনিটের নেতাদের মধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসবটি শান্তিপূর্ণভাবে পালনের জন্য অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই অনুযায়ী, জেলায় ৫ দিনব্যাপী এই উৎসব উদ্‌যাপন করা হবে।

পুলিশ সুপার (এসপি) নিশাত আঙ্গেলা বলেন, জেলার হিন্দু সম্প্রদায় যাতে উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসবটি উদ্‌যাপন করতে পারে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। মণ্ডপে গ্রাম পুলিশসহ পুলিশ, আনসার এবং ভিডিপি সদস্যদের মোতায়েন করা হবে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য র‌্যাবও রাস্তায় টহল দেবে।

তিনি বলেন, পূজার সময় অরাজকতা ও ঝামেলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ চোরাকারবারি আটক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ডোনাল্ড ট্রাম্প 
সরকারি পৃষ্ঠপোষকতায় কুমিল্লার খাদি হবে আন্তর্জাতিক ব্র্যান্ড
ট্রাম্পের জীবাশ্ম জ্বালানি নীতির বিরুদ্ধে তরুণদের মামলা
কাউয়ার চর সৈকত থেকে ব্যক্তির লাশ উদ্ধার
প্রসিদ্ধ কাঁচাগোল্লা নাটোরের ঐতিহ্য 
বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলকে আওয়ামী লীগের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
১০