রাজবাড়ীতে মালয়েশিয়া প্রবাসী বিল্লালের দাফন সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০
ছবি: বাসস

রাজবাড়ী, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের আব্দুল জব্বার মোল্লার  মালয়েশিয়া প্রবাসী পুত্র বিল্লাল মোল্লার (৩০) দাফন গতকাল তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিল্লাল  মোল্লা মালয়েশিয়াতে নির্মাণশ্রমিকের কাজ করতেন। তিনি গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার দিকে  মালয়শিয়ার জোহরব্যারু এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন। এ সময় ক্রেনের দড়ি ছিঁড়ে  কংক্রিটের বালতি বিল্লালের বুকের ওপর পড়ে তার মৃত্যু হয়। গতকাল তার মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। 

তার লাশ বাড়িতে আসার পরপরই বসন্তপুর রেল স্টেশন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় প্রচণ্ড বৃষ্টি উপক্ষো করে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার নামাজে জানাজায় অংশ নেন।  

বিল্লালের পিতা জব্বার মোল্লা বলেন, আমি খুবই গরীব মানুষ। আমার সহায়সম্বল বিক্রি করে ছেলেটাকে একটু সুখের আশায় বিদেশ পাঠিয়েছিলাম । আমার সব আশা ভরসা শেষ হয়ে গেছে। যার মাধ্যমে পাঠিয়েছিলাম, সে কিছু টাকা পাঠিয়েছে। এখন আমার কী হবে? 

তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে বিল্লাল নির্মাণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় চলে যান। গত ৮ সেপ্টেম্বর (২০২৫) মালয়শিয়ার  জোহর বারু এলাকায়  দুর্ঘটনার শিকার  হয়ে  তার মৃত্যু হয়। 

সংসারে আর্থিক স্বচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমিয়ে নিথর দেহে বাড়ি ফিরে এলেন বিল্লাল। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। জানা যায়, দুর্ঘটনার আগে বিল্লাল তার ৪ বছরের  মেয়ে ঐশীর সাথে মোবাইলে কথা বলছিলেন। ঐ সময় তিনি দুর্ঘটনার শিকার হন। 

তার মরদেহ বাড়িতে ফিরে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে বাবা, মা ও পরিবারের সবই দিশেহারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০