নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫
নওগাঁর ধামইরহাটে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ( ইনসেটে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি)। ছবি : বাসস

নওগাঁ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জয়জয়পুর এলাকার মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার  তরিকুল ইসলাম (৩৫)।

আজ দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশের দেশে পাচার করতো। 

এমন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এ প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করে। 

এ সময় তাদের হেফাজত থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরবর্তীতে মূর্তিসহ গ্রেপ্তারদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা 
নির্বাসিত আজারবাইজানি ভিন্নমতাবলম্বীর অনুপস্থিতিতে কারাদণ্ড
সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজের আইপি উম্মুক্তের দাবি আমদানিকারকদের
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে গ্রেফতার ৭
রাকসু নির্বাচনের প্রচারণা শুরু
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান
শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা
খুলনায় নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেফতার
ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা : মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
১০