নির্বাচন কর্মকর্তা সম্মেলন আগামী ২৭ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর সকল কর্মকর্তার অংশগ্রহণে 'নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫' হবে। 

নির্বাচন ভবনে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

এ সময় তিনি বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ৫ দফা সুপারিশও তুলে ধরেন।

সেগুলো হল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন ‘সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।

পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্ত করা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণে 'নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫' আয়োজন।

সবশেষ সুপারিশটি হল: সম্মেলন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন করা।

সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে আইনগত বাধা নেই। কিভাবে ভালো নির্বাচন করা যায় তা বোঝার জন্য ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলনে কমিশনাররাও অংশ নেবেন বলে আশাবাদ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুর মেডিকেলে বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা 
টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা 
নির্বাসিত আজারবাইজানি ভিন্নমতাবলম্বীর অনুপস্থিতিতে কারাদণ্ড
সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজের আইপি উম্মুক্তের দাবি আমদানিকারকদের
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে গ্রেফতার ৭
রাকসু নির্বাচনের প্রচারণা শুরু
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান
শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা
১০