দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিশ্চিত করবে কেএমপি

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা নিশ্চিতে সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ উৎসব আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে কেএমপি সম্পূর্ণ পেশাদারিত্ব এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। সংস্থার অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ রাশেদুল ইসলাম এসব কথা বলেছেন।

সোমবার রাতে কেএমপি সদর দপ্তরে নগর ইউনিট পূজা উদযাপন পরিষদ (পিইউপি) এবং নগর ইউনিট হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট (এইচবিসিকেএফ) এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।

সেসময় রাশেদুল ইসলাম আরও বলেন, শান্তি বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সকল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবী নিয়োগ করে পুলিশকে সহায়তা করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের আহ্বান জানান তিনি।

এছাড়া, কোন ঘটনা ঘটলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন।

এদিকে, কেএমপির আওতাধীন সকল মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ইতোমধ্যে পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেছেন।

নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, পরিষদের সকল থানা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, এইচবিসিকেএফের সভাপতি সুজনা জলি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বাটলারের রেকর্ড ভাঙ্গলেন আরব আমিরাতের ওয়াসিম
‘এআই’ হচ্ছে রাজনৈতিক দলের নেতা
সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে কাল মুখোমুখি পাকিস্তান-আরব আমিরাত
কক্সবাজারে পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার
তাপঝুঁকি থেকে মানুষ ও অর্থনীতিকে রক্ষায় সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশ্বব্যাংকের
বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন
চাঁদপুর মেডিকেলে বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা 
টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা 
১০