চুয়াডাঙ্গা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কীট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে একটি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় অভিযানকালে ‘কনা নার্সিং হোম’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কীট ও ইউরিন টেস্ট কীট ল্যাবের ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ‘কনা নার্সিং হোম’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ, মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে জেলা ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম -সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।