নাটোর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় গুরুদাসপুরের শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন এবং শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা।
সমাবেশে বক্তারা বলেন, সব বৈষম্যের নিরসন করে দেশ এখন উন্নয়নের পদযাত্রায় রয়েছে। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে।
ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুর বিকাশজনিত সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সাইবার সিকিউরিটি, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টি নিয়ে বক্তারা আলোচনা করেন।