চট্টগ্রামে ফার্মেসিতে মিলল শিশুদের নকল ওষুধ, দোকান সিলগালা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ উদ্ধারের পর সেটি সাময়িক সিলগালা করা হয়। ছবি : বাসস

চট্রগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকার একটি ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ‘ফাতিহা ফার্মা’ নামে পরিচিত রোকেয়া ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ফার্মেসিতে শিশুদের সেবনের জন্য রাখা নকল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ পাওয়া গেছে। দোকানে ইচ্ছামতো সিল বসিয়ে ওষুধের দাম বাড়িয়ে নেওয়ার প্রমাণও মিলেছে। এসব অপরাধের দায়ে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।

এ সময় একই এলাকায় মেসার্স আবির ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
১০