শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
আজ মঙ্গলবার শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

শেরপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরের সদরে সারের সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে উপজেলা কৃষি বিভাগ। আজ মঙ্গলবার দুপুর ১টায় আখের মাহমুদ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

এ সময় সরকার নির্ধারিতের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি এবং লাইসেন্স বিহীনভাবে সার বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু ও সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আখের মাহমুদ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয় করার অপরাধে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারের সিন্ডিকেট ভাঙতে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। এ ধারাবহিকতায় কৃষকের স্বার্থ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়।

শেরপুর সদর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০