শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
আজ মঙ্গলবার শেরপুরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

শেরপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরের সদরে সারের সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে উপজেলা কৃষি বিভাগ। আজ মঙ্গলবার দুপুর ১টায় আখের মাহমুদ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

এ সময় সরকার নির্ধারিতের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি এবং লাইসেন্স বিহীনভাবে সার বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু ও সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আখের মাহমুদ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয় করার অপরাধে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারের সিন্ডিকেট ভাঙতে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। এ ধারাবহিকতায় কৃষকের স্বার্থ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়।

শেরপুর সদর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
১০