চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে গ্রেফতার ৭

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪
ছবি: বাসস

চট্রগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সংগঠনের মশাল মিছিল থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আফতাব উদ্দিন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১০টার দিকে ছাত্রলীগ-যুবলীগসহ একদল ব্যক্তি মশাল, লাঠি, ইট-পাটকেলসহ সরকার বিরোধী শ্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০) কে গ্রেফতার করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো পাঁটিটি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তারা সরাসরি ও পরোক্ষভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

ঘটনার প্রেক্ষিতে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল
বিএমইউতে ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 
ফুটবলে সাফল্যের জন্য অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন : জাফর
বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান
ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম 
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন
১০