বিএনপির দলীয় নেতাকর্মীদের স্থানীয় কোন্দলে জড়িত না হওয়ার নির্দেশ 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গাহাঙ্গামা বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারীর ভূমিকায়  জড়িত না  হতে  কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপি’র পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সচেতন মহল এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে সংগ্রাম করছে। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামে অগ্রভাগের সৈনিক। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মীকে সালিশ বা পক্ষপাতমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।’

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সর্বস্তরের নেতাকর্মীকে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে মনোনিবেশ করতে হবে। জনগণের সঙ্গে সদাচরণ, ভদ্র ভাষা ব্যবহার এবং মানবিক আচরণের মাধ্যমেই বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। জনগণই দলের শক্তি এবং আন্দোলনের মূল ভিত্তি। তাই জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ও সহমর্মী আচরণ প্রদর্শন করতে হবে।

এতে দলীয় নেতা কর্মীদের সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ‘যুবাদের নেতৃত্বে ডিজিটাল ভবিষ্যৎ’ শীর্ষক অবহিতকরণ সভা
বিদ্যালয়ে ‘প্রাথমিক চিকিৎসা কর্নার’ চান শেরপুরের শিক্ষার্থীরা
আগামীকাল শুরু পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা
অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিনের মৃত্যুতে পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপিত হবে: আইজিপি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল
গোপনে ভিডিও ধারণের দায়ে মুদি দোকানদারের এক মাসের কারাদণ্ড
কুষ্টিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা, ২৫০টি মন্ডপে এবার দুর্গাপূজা 
১০