ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩
আজ বুধবার ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন । ছবি : বাসস

ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুরের মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শহরের এসডিসি সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। 

ফরিদপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান ফকির। 

জুন/২০২৫ ইং তারিখ ভিত্তিক বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের ভিত্তিতে ৩ জন শাখা ব্যবস্থাপককে তাদের কর্মদক্ষতা ও উৎসাহ দিতে বিশেষ সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

মহাব্যবস্থাপক ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা প্রতিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। 

সম্মেলনে ফরিদপুর মূখ্য অঞ্চলের ২৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০