ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩
আজ বুধবার ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন । ছবি : বাসস

ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুরের মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শহরের এসডিসি সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। 

ফরিদপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান ফকির। 

জুন/২০২৫ ইং তারিখ ভিত্তিক বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের ভিত্তিতে ৩ জন শাখা ব্যবস্থাপককে তাদের কর্মদক্ষতা ও উৎসাহ দিতে বিশেষ সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

মহাব্যবস্থাপক ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা প্রতিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। 

সম্মেলনে ফরিদপুর মূখ্য অঞ্চলের ২৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০