মাদারীপুর, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ডাসারে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কাজি বাকাই ও নবগ্রাম ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিনষ্ট করা হয়।
সাইফ-উল আরেফীন বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’