ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট হতে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় খুলনার একটি আদালত কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের ২০২৫ সালের ৪ মার্চ হতে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা করা হয়।
সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি-এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সংক্রান্ত গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
লিটন মল্লিকের বিরুদ্ধে দায়েরকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ড প্রদান করা হয়েছে।