জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : আফরোজা আব্বাস

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, আপনার যাকে পছন্দ তাকে আপনি ভোট দেবেন, তবে নিজের ভোট নিজে দেবেন। ভোট যেন কেউ চুরি করতে না পারে।

তিনি বলেন, ২০১৮ সালে আমি নিজেই একজন প্রার্থী ছিলাম, আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটও দেয়া হয়ে গেছে। কোন দেশে আমরা বসবাস করি যে আমি প্রার্থী হয়েও আমার ভোট দেয়া হয়ে গেছে, আমার ভোট আমি দিতে পারেনি। সেই সুযোগ আর দেবেন না। কেউ যেন আর ভোট চুরি করতে না পারে।

তিনি আরো বলেন, আমরা ভোট চুরি করতেও চাই না, আবার বিনা ভোটে নির্বাচিতও হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে, লড়াই করে জিততে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। কারণ জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই আমরা যেন আমাদের ভোটটি দিতে পারি।

আফরোজা আব্বাস আজ দুপুরে দীর্ঘ ১৭ বছর পর জেলার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আলি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেহা হক কেয়া প্রমুখ।

এদিকে সমাবেশকে ঘিরে গোটা তালা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। সমাবেশ স্থলে হাজার হাজার নারী ও পুরুষসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০