ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাক-ঢোল আর খোল বাজিয়ে নাচ, গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বংশপরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর বাংলা মাসের পহেলা আশ্বিন থেকে ৩ আশ্বিন এই উৎসব পালন করে আসছে তাঁরা। এই উৎসব উপভোগ করতে ভিড় করেন প্রশাসনের কর্মকর্তাসহ সকল সম্প্রদায়ের লোকজন।
কারাম একটি গাছের নাম। ওড়াঁও জাতিগোষ্ঠীর মানুষেরা গাছকে একটি পবিত্র এবং মঙ্গলের প্রতীক মনে করেন। প্রতি বছরের ন্যায় এ উৎসবকে ঘিড়ে গতকাল বুধবার রাতব্যাপী ও বৃহস্পতিবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গার ওড়াঁও পাড়ায় কারাম পূজা ও সামাজিক উৎসব কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী।
এসময় বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের অনুভুতি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐতিহ্যবাহী কারাম পূজা উদযাপনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।