জবিতে পানির ফিল্টার দিলেন বিএনপি নেতা হামিদুর রহমান

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি: বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক ছাত্রনেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ তার মায়ের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে হামিদুর রহমান হামিদ মসজিদের ইমাম ও খতিবের সঙ্গে আলাপচারিতায় জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। বিষয়টি জানার পরপরই তিনি মসজিদের জন্য দু’টি আধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও ডেপুটি রেজিস্ট্রারের হাতে আনুষ্ঠানিকভাবে দু’টি বিশুদ্ধ পানির ফিল্টার তুলে দেন হামিদুর রহমান হামিদ। 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা ও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা যেন সুপেয় পানি পান করতে পারে, বিষয়টি আমি ব্যক্তিগতভাবে গুরুত্বের সাথে নিয়েছি। মসজিদ আল্লাহর ঘর, এখানে যারা আসবেন তাদের যেন কষ্ট না হয়, এটি আমাদের সবার দায়িত্ব।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী মো. আবু সাঈদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার সহযোগিতায় ২০ হাজার টাকা প্রদান করেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও হামিদুর রহমান হামিদের এ মহৎ উদ্যোগকে ‘একজন সাবেক শিক্ষার্থীর ভালোবাসা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০