জবিতে পানির ফিল্টার দিলেন বিএনপি নেতা হামিদুর রহমান

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি: বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক ছাত্রনেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ তার মায়ের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে হামিদুর রহমান হামিদ মসজিদের ইমাম ও খতিবের সঙ্গে আলাপচারিতায় জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। বিষয়টি জানার পরপরই তিনি মসজিদের জন্য দু’টি আধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও ডেপুটি রেজিস্ট্রারের হাতে আনুষ্ঠানিকভাবে দু’টি বিশুদ্ধ পানির ফিল্টার তুলে দেন হামিদুর রহমান হামিদ। 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা ও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা যেন সুপেয় পানি পান করতে পারে, বিষয়টি আমি ব্যক্তিগতভাবে গুরুত্বের সাথে নিয়েছি। মসজিদ আল্লাহর ঘর, এখানে যারা আসবেন তাদের যেন কষ্ট না হয়, এটি আমাদের সবার দায়িত্ব।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী মো. আবু সাঈদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার সহযোগিতায় ২০ হাজার টাকা প্রদান করেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও হামিদুর রহমান হামিদের এ মহৎ উদ্যোগকে ‘একজন সাবেক শিক্ষার্থীর ভালোবাসা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০