অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউক্লিয়ার কার্যক্রমে সংশ্লিষ্ট বিশ্বের ১৮০টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অস্ট্রিয়ার ভিয়েনায় ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

খবর তথ্যবিবরণীর।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। 

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, বাংলাদেশ এ সংস্থার ‘শান্তি ও উন্নয়নের জন্য পরমাণু’ মূলমন্ত্রের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। 

পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আইএইএ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি।

সচিব আরো বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং পানি ব্যবস্থাপনায় যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি। এ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বাস্তব সমাধানে সহায়ক হতে পারে পারমাণবিক প্রযুক্তি। বাংলাদেশ আইএইএ’র উদ্যোগগুলো যেমন এটমস-ফুড, এটমস-নেট জিরো, রেইজ অব হোপ এবং নিউটেক প্লাসটিকস মূল্যবান বলে মনে করে, যা বিশ্বব্যাপী উন্নয়ন, স্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্বে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, পারমাণবিক বিদ্যুৎ এবং নিরাপত্তা ক্ষেত্রে ছয়টি আইএইএ প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ শীঘ্রই এ সংস্থার সাথে নতুন দেশীয় কর্মসূচি কাঠামো চূড়ান্ত করার জন্য উন্মুখ। সংস্থাটির সহায়তায় আইসোটোপ হাইড্রোলজির মাধ্যমে বাংলাদেশে ফসলের উৎপাদন এবং জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত হয়েছে, যা টেকসই খাদ্য সরবরাহে সহায়তা করেছে। 

পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে উল্লেখ করে সচিব বলেন, রূপপুরে দু’টি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সঙ্গে এক মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। 

তিনি জানান, আইএইএ’র সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ এ খাতে আরো সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি উন্নত ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে আইএইএ’র ‘রেইজ অব হোপ’ কর্মসূচিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। 

এ উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০