রাজশাহী, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দেশের প্রথম ‘ক্যাশলেস ক্যাম্পাস’ হিসেবে যাত্রা শুরু করেছে। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আজ বৃহস্পতিবার সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে এ উদ্যোগের উদ্বোধন করেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন।
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক রথীন কুমার পাল প্রমুখ।
অধ্যাপক মঈনুদ্দিন খান বলেন, ক্যাশলেস লেনদেন স্বচ্ছতা নিশ্চিত করতে, দুর্নীতি কমাতে ও নিরাপদ আর্থিক পরিষেবা প্রচারে সাহায্য করে।
তিনি আরো বলেন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কিউআর কোড স্ক্যান করে এবং বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে দেশে ব্যাপক উন্নতি হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ এলাকায় ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণের প্রয়োজনের ব্যাপারে জোর দিয়ে বলেন, ক্যাশলেস অর্থনীতি রাজস্ব আয় বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।