গাইবান্ধা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমোরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে রুবিনা আফসানা ওরফে রিংকিকে দাফন করা হয়েছে। আজ বৃহস্পদতিবার বাদ মাগরিব তাকে দাফন করা হয়।
রিংকি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমোরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৮ ব্যাচের মেধাবী ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার ২১তম ব্যাচের ছাত্রী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রিংকি তার সহপাঠীদের সাথে একটি শিক্ষা সফরে রাঙামাটির সাজেক ভ্যালি যাচ্ছিলেন। তাদের বহনকারী জিপটি দীঘিনালা উপজেলার হাউসপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারানোয় জিপটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। রিংকি ঘটনাস্থলেই মারা যান এবং শিক্ষক-শিক্ষার্থীসহ আরও ১২ জন আহত হন।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বিকেল ৫.৩০ টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রিংকির মরদেহ খাগড়াছড়ি থেকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমোরপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে।
মরদেহ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি গোবিন্দগঞ্জে পৌঁছালে রিংকির আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার হেলিপ্যাডে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহতের শোকার্ত পিতা আবদুর রহমান মাস্টার কন্যার মরদেহ গ্রহণ করেন। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা এবং তার দাফন অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কোমোরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রিংকিকে একজন মেধাবী ছাত্রী হিসেবে অভিহিত করে বলেন, রিংকি অত্যন্ত ভদ্র এবং শান্ত স্বভাবের ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। তিনি রিংকির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।