ঝালকাঠি পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫
ছবি: সংগৃহীত

ঝালকাঠি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেডে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। 

সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে এস.এম বয়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ, রাজাপুর থানা, ঝালকাঠিকে পুরস্কৃত করা হয়। 

এছাড়াও মো. সাখাওয়াত হোসেন, পিপিএম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অপরাধ শাখা, মো. মোস্তফা কামাল হায়দার, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, পুলক চন্দ্র রায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), কোর্ট পুলিশ পরিদর্শক, মো. সেলিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, মো. কামরুজ্জামান মিয়া, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), আরওআই, পুলিশ লাইন্স, ঝালকাঠি,  জেসমিন আক্তার পল্লবী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পিআরও শাখা, পুলিশ অফিস, মো. রহমত মিয়া, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), টিআই (প্রশাসন), জেলা ট্রাফিক বিভাগ এবং এসআই (নিরস্ত্র)/করুন চন্দ্র বিশ্বাস ও নলছিটি থানার ওসিদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০