রংপুর অঞ্চলে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলছে আইএজিএ 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

মো. মামুন ইসলাম

রংপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বহুমাত্রিক সরকারি সাহায্যপ্রাপ্ত আয়-সংস্থানমূলক কার্যক্রম (আইএজিএ) রংপুর অঞ্চলে গ্রামীণ নারীদের ভালো উপার্জন করা, স্বাবলম্বী হওয়া এবং জীবন যাত্রা উন্নত করতে কার্যকরভাবে সহায়তা করছে।

সরকারের অব্যাহত সহায়তা এবং তাদের নিজস্ব উদ্যোগের মাধ্যমে, অনেক গ্রামীণ নারী আইএজিএ পরিচালনা এবং বেকার যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, যা তাদের স্বনির্ভরতা অর্জনেও সহায়তা করেছে।

রংপুর-ভিত্তিক গবেষণা সংস্থা নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ড. সৈয়দ সামসুজ্জামান বলেন, আয়সংস্থানমূলক কর্মকাণ্ডের জন্য গ্রামীণ নারীদের সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদান করা হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকার তাদের বিভিন্ন আইএজিএ-তে সম্পৃক্ত নিয়োজিত হতে আরও সক্ষম করেছে।

তাদের অনেকেই সরকারি বিভাগ, সংস্থা এবং কিছু এনজিও থেকে সহায়তা এবং প্রশিক্ষণ পেয়ে যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা ও বাণিজ্য  শুরু করেছেন।

ড. জামান বলেন, ‘এছাড়াও, অনেক মহিলা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং ভাগ্য পরিবর্তনের জন্য আইজিএ, ভাতা এবং অন্যান্য সহায়তার জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রশিক্ষণ এবং ক্ষুদ্রঋণ পেয়েছেন।’

ব্যাপক ভিত্তিক সামাজিক সুরক্ষা-বলয় কর্মসূচির (এসএসএনপি) সফল বাস্তবায়ন অনেক গ্রামীণ নারীদের তাদের জীবনযাত্রার মান উন্নত করতেও সহায়তা করেছে।

রংপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম বলেন, সরকারি সহায়তায় সেলাই, সূচিকর্ম ও অন্যান্য ব্যবসায় প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে অনেক বেকার যুবতী ভালো আয় করছেন।

তিনি বলেন, ‘গ্রামীণ নারীরা ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা, কুটির শিল্প, সেলাই মেশিন, ক্ষুদ্রঋণ কার্যক্রম, গৃহস্থালি চাষাবাদ, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন এবং তাঁত শিল্পে কাজ করার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছেন।’ 

তিনি বলেন, সহজ ও সুদমুক্ত ঋণ, বেকার গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন পেশায় প্রশিক্ষণ, সরকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং তাদের সহায়তা করেছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আখিরুল ইসলাম বলেন, রংপুর জেলায় শত শত বেকার যুবক-যুবতীদের বেশিরভাগই নারী, তারা আইজিএ-এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ পেয়েছেন।

তিনি বলেন, ‘সুবিধাভোগীরা বহুমাত্রিক সরকারি সহায়তায় আইজিএ, বিভিন্ন উদ্যোগ, ব্যবসা পরিচালনা, পশুপালন, হাঁস-মুরগি পালন, মৎস্য ও গৃহস্থালি চাষ চালিয়ে যাচ্ছেন।’ 

রংপুর পল্লী সঞ্চয় ব্যাংকের (পিএসবি) সিনিয়র কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, প্রকল্প সহায়তায় আইজিএ, উদ্যোগ, ব্যবসা, পশুপালন, হাঁস-মুরগি পালন এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীরা ভাগ্য পরিবর্তন করছে।

মাহিদুল ইসলাম আরও বলেন, ‘জেলায় ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা, পশুপালন, হাঁস-মুরগি পালন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার মাধ্যমে শুধুমাত্র রংপুর জেলায় এক লক্ষেরও বেশি নারী-নেতৃত্বাধীন দরিদ্র গ্রামীণ পরিবার তাদের জীবনযাত্রার মান উন্নত করেছে।’

বাসস-এর সাথে আলাপকালে গ্রামীণ নারীদের অনেকেই জানান যে, তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এসএসএনপি এবং অন্যান্য কর্মসূচির আওতায় সরকারি সহায়তা ও বিভিন্ন এনজিওর সহায়তা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। 

রংপুর সদর উপজেলার কুর্শা বলরামপুর গ্রামের আলেফা বেগম বলেন, তিনি এবং তার স্বামী একসময় কষ্টে ছিলেন।

তিনি বলেন, ‘২০১২ সালে পিএসবি থেকে সহজ শর্তে ঋণ নেওয়ার পর, আমি গরু, ছাগল ও ভেড়া কিনে ভালো মুনাফা অর্জন এবং আমাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি ১১ লক্ষ টাকা মূল্যের এক একর চাষযোগ্য জমি এবং অন্যান্য সম্পদ কিনেছি।’ 

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কারিগর শাবানা বেগম এবং সালেহা খাতুন জানান, প্রশিক্ষণ গ্রহণের পর, তারা সূচিকর্মের মাধ্যমে মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা আয় করেন এবং পরিবারের সাথে উন্নত জীবনযাপন করছেন। 

রংপুরের বদরগঞ্জ উপজেলার ভিন্ন গ্রামের মহিলা দিলরুবা খাতুন, শামীমা বেগম ও কাকলি প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে অন্য অনেকের মতো সূঁচি কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০