চিতলমারীতে গোসল নেমে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

বাগেরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলায় গোসল করতে নেমে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারালেন দাদা ও নাতি। আজ দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ির পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা ঢাকায় পরিবারসহ বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি ছেলে নূরুল কাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দুপুরে দাদা-নাতি বাড়ির পাশের বড় পুকুরে গোসল করতে নামলে হঠাৎ নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায়। অসহায় নাতিকে বাঁচাতে বৃদ্ধ শাহাজান মোল্লাও ঝাঁপ দেন, কিন্তু বয়সজনিত কারণে তিনিও পানির স্রোতে ভেসে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

দাদা-নাতির একসঙ্গে মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে চারদিক ভারি হয়ে উঠেছে। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বাসসকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। নিহতের দুবাই প্রবাসী কনিষ্ঠ পুত্র বাবা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যুর খবর জেনে তিনি বিমান যোগে দেশের পথে রয়েছেন। নিহতদের মরদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল তাদের দাফন সম্পন্ন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০