চিতলমারীতে গোসল নেমে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

বাগেরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলায় গোসল করতে নেমে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারালেন দাদা ও নাতি। আজ দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ির পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা ঢাকায় পরিবারসহ বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি ছেলে নূরুল কাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দুপুরে দাদা-নাতি বাড়ির পাশের বড় পুকুরে গোসল করতে নামলে হঠাৎ নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায়। অসহায় নাতিকে বাঁচাতে বৃদ্ধ শাহাজান মোল্লাও ঝাঁপ দেন, কিন্তু বয়সজনিত কারণে তিনিও পানির স্রোতে ভেসে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

দাদা-নাতির একসঙ্গে মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে চারদিক ভারি হয়ে উঠেছে। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বাসসকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। নিহতের দুবাই প্রবাসী কনিষ্ঠ পুত্র বাবা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যুর খবর জেনে তিনি বিমান যোগে দেশের পথে রয়েছেন। নিহতদের মরদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল তাদের দাফন সম্পন্ন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০