চিতলমারীতে গোসল নেমে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

বাগেরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলায় গোসল করতে নেমে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারালেন দাদা ও নাতি। আজ দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ির পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা ঢাকায় পরিবারসহ বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি ছেলে নূরুল কাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দুপুরে দাদা-নাতি বাড়ির পাশের বড় পুকুরে গোসল করতে নামলে হঠাৎ নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায়। অসহায় নাতিকে বাঁচাতে বৃদ্ধ শাহাজান মোল্লাও ঝাঁপ দেন, কিন্তু বয়সজনিত কারণে তিনিও পানির স্রোতে ভেসে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

দাদা-নাতির একসঙ্গে মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে চারদিক ভারি হয়ে উঠেছে। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বাসসকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। নিহতের দুবাই প্রবাসী কনিষ্ঠ পুত্র বাবা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যুর খবর জেনে তিনি বিমান যোগে দেশের পথে রয়েছেন। নিহতদের মরদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল তাদের দাফন সম্পন্ন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০