কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩
আজ কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক । ছবি : বাসস

কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস):  জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর  দুইটার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা। পরে এগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০