কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩
আজ কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক । ছবি : বাসস

কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস):  জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর  দুইটার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা। পরে এগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০