চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো.ইফতেখার আলম রাহাত (২৭) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মো. ইফতেখার আলম রাহাত, ফেনী জেলার ফেনী সদর থানার ফরহাদনগর এলাকার ২ নম্বর ওয়ার্ড কুনু মেম্বার বাড়ির মো. নিজাম উদ্দীনের ছেলে।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইফতেখার আলম রাহাতকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া মুজিব কোম্পানির রিকশা গ্যারেজের পিছনে এরশাদ মামুনের খালি জায়গায় থেকে মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপরিদর্শক (এসআই) সৈয়দ মহিউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই মাসের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই মোহাম্মদ ছায়েম। একই বছরের ৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০