কেউ আমাদের অগ্রগতি থামাতে পারবে না : জাবি ভিসি

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯
ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ক্যাম্পাসে গণতন্ত্র, ঐক্য ও সংলাপের গুরুত্বের ওপরও জোর দিয়ে বলেছেন, কোনো অশুভ শক্তি বা রাজনৈতিক অপকৌশল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থামাতে পারবে না। 

তিনি আজ বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

গত বছরের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে ভিসি বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার দ্বারা পরিচালিত হয়েছিল এবং জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাবিতে, আমরা ক্ষুদ্র স্তর থেকে অবদান রাখার চেষ্টা করেছি।

অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয়টির প্রধান হিসেবে নিজের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, আমাদের প্রশাসন ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক সম্পৃক্ততার ঊর্ধ্বে উঠে দৃঢ় ও যথাযথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশ্বস্ত করে বলেন, জাকসু বিধিবিধান, বিশেষ করে নির্বাচনী অভিযোগ সম্পর্কিত ধারা ৮ (জে) সম্পূর্ণরূপে সমুন্নত রাখা হবে এবং অভিযোগগুলো শোনার জন্য একটি আপিল কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবাই মিলে একটি পরিবার। আমাদের লেবেলিং বা ট্যাগিং সংস্কৃতি এড়িয়ে চলতে হবে।

প্রতিশোধ নয়, বরং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, সু-চেতনা ও যোগ্যতা দিয়ে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। কখনোই প্রতিশোধের পথ অনুসরণ করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০