কেউ আমাদের অগ্রগতি থামাতে পারবে না : জাবি ভিসি

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯
ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ক্যাম্পাসে গণতন্ত্র, ঐক্য ও সংলাপের গুরুত্বের ওপরও জোর দিয়ে বলেছেন, কোনো অশুভ শক্তি বা রাজনৈতিক অপকৌশল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থামাতে পারবে না। 

তিনি আজ বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

গত বছরের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে ভিসি বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার দ্বারা পরিচালিত হয়েছিল এবং জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাবিতে, আমরা ক্ষুদ্র স্তর থেকে অবদান রাখার চেষ্টা করেছি।

অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয়টির প্রধান হিসেবে নিজের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, আমাদের প্রশাসন ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক সম্পৃক্ততার ঊর্ধ্বে উঠে দৃঢ় ও যথাযথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশ্বস্ত করে বলেন, জাকসু বিধিবিধান, বিশেষ করে নির্বাচনী অভিযোগ সম্পর্কিত ধারা ৮ (জে) সম্পূর্ণরূপে সমুন্নত রাখা হবে এবং অভিযোগগুলো শোনার জন্য একটি আপিল কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবাই মিলে একটি পরিবার। আমাদের লেবেলিং বা ট্যাগিং সংস্কৃতি এড়িয়ে চলতে হবে।

প্রতিশোধ নয়, বরং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, সু-চেতনা ও যোগ্যতা দিয়ে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। কখনোই প্রতিশোধের পথ অনুসরণ করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০