ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ( বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।
আজ বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বিকাল ৪টায় সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার এই কার্যালয়ে আসেন। হাইকমিশনারের সাথে ছিলেন, চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির নেতারা জনান।