খুলনায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে বিএনপির সভা, ষড়যন্ত্রের ব্যাপারে সতর্কতার আহ্বান

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬
খুলনায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে বিএনপির সভা। ছবি : বাসস

খুলনা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে খুলনা বিভাগীয় বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। সভায় বক্তারা পূজা মণ্ডপে শান্তি বজায় রাখা, যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

আজিজুল বারী হেলাল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া বিএনপির নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন কঠিন হতে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির ফয়সালা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকারের কাছে যেমন মানদণ্ড আশা করি, আমাদেরও সে মানদণ্ডে উঠতে হবে। পতিত ফ্যাসিবাদীদের যোগসাজশের চ্যালেঞ্জ বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে হবে।’

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে হেলাল বলেন, ‘পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।’

তিনি খুলনার প্রশাসনকে আশ্বস্ত করেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি সহায়তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘বাংলাদেশ এখন এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। দুষ্কৃতিকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে, যারা নির্বাচন পেছাতে ও গণতন্ত্র ব্যাহত করতে চায়।’

তিনি বলেন, অতীতে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি সতর্ক করে বলেন, পূজা সুন্দরভাবে সম্পন্ন হওয়া উচিত। তবে যারা সুযোগসন্ধানী এবং নির্বাচন বানচাল করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, নড়াইল, মাগুরা ও বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সভায় আরও বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী এম এ সালাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি শরীফ উদ্দীন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে আগস্টে মুদ্রাস্ফীতি হ্রাস, চালের দাম কিছুটা কমেছে
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভোলার ইলিশ কলকাতার বাজারে, দুর্গোৎসবে স্বাদ নিচ্ছেন সনাতনীরা
বাগেরহাটে কোস্ট গার্ডের সচেতনতামূলক কর্মসূচি
পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ 
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ 
সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
১০