অধ্যাপক যতীন সরকারের প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯
দেশ বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

নেত্রকোনা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  দেশ বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করে অধ্যাপক যতীনের প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটি।

অধ্যাপক যতীন সরকারের সঙ্গে যাপিত সময়ের স্মৃতি তুলে ধরে নেত্রকোনার সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ স্মৃতিচারণ করেন। আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সভার প্রথমে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে শোকপত্র পাঠ করেন লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব।

পরে শোকপত্রটি যতীন সরকারের ছোট ভাই অধ্যাপক মতিন্দ্র সরকারের হাতে তুলে দেয় আয়োজক কমিটি। এরপর রবীন্দ্র সংগীত ও আলোচনা শুরুর প্রারম্ভে যতীন সরকারের স্মৃতি ও কৃতি নির্ভর ভিডিও প্রদর্শনী করা হয়। শোকসভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মতিন্দ্র সরকার।

উদীচী নেত্রকোনা জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় যতীন সরকারের সাহিত্য জীবন তুলে ধরে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিধান মিত্র, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, স্বাবলম্বীর স্বপন পাল, অধ্যক্ষ গোলাম মোস্তফা, কবি সরোজ মোস্তফা, কবি ও চিন্তক এনামুল হক পলাশ, কবি তানভীর জাহান চৌধুরী, সংগঠক আলপনা বেগম, গণমাধ্যমকর্মী পল্লব চক্রবর্তী, ভাস্কর শিল্পী অখিল পাল ও জুয়েল বিশ্বাস।

যতীন সরকারের আদর্শকে লালন করে চেতনাকে ধারণ করে এই গুণী লেখককে বহন করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সনের ১৮ আগস্ট জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। গত ১৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যতীন সরকার জীবদ্দশায় মোট ৫১টি বই লিখে গেছেন। বাংলা একাডেমি এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত যতীন সরকারের বই নিয়ে আলোচনা করেন লেখক, সম্পাদক ও প্রকাশক স্বপন ধর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে আগস্টে মুদ্রাস্ফীতি হ্রাস, চালের দাম কিছুটা কমেছে
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভোলার ইলিশ কলকাতার বাজারে, দুর্গোৎসবে স্বাদ নিচ্ছেন সনাতনীরা
বাগেরহাটে কোস্ট গার্ডের সচেতনতামূলক কর্মসূচি
পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ 
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ 
সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
১০