সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী, চান্দুড়িয়া, বৈকারী, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় থেকে ৬৮ বোতল মদ ও ওষুধ এবং তলুইগাছা বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন চৌরঙ্গী আমবাগান থেকে ৩০ বোতল মদ জব্দ করেছে।

এছাড়া, কুশখালী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন শ্মশান থেকে থ্রি পিস, হিজলদী বিওপির অভিযানিক দল দক্ষিণ বড়ালী থেকে ওষুধ, ভোমরা বিওপির অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মোল্লাপাড়া থেকে ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প অভিযানিক দল কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া থেকে ওষুধ জব্দ করেছে। 

এছাড়া বৈকারী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন কাপালিপাড়া থেকে ওষুধ, চান্দুড়িয়া বিওপির অভিযানিক দল একই থানাধীন বরই বাগান থেকে ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল কালিয়ানী থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৪ লাখ ৬৬ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত
ইউরোপের এক-তৃতীয়াংশ ডাক্তার ও নার্স বিষণ্নতায় ভুগছেন: ‘হু’
টাইমের ‘শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’-এ স্থান পেল আইসিডিডিআর,বি’র অন্ত্র-সুস্থকারী খাবার
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া মাচাদো
জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত ২০ সদস্যের স্মরণে স্মৃতিসভা 
কুয়াকাটায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই: বিষয়টি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয় : বাংলাফ্যাক্ট
তথ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা
১০