সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী, চান্দুড়িয়া, বৈকারী, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় থেকে ৬৮ বোতল মদ ও ওষুধ এবং তলুইগাছা বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন চৌরঙ্গী আমবাগান থেকে ৩০ বোতল মদ জব্দ করেছে।

এছাড়া, কুশখালী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন শ্মশান থেকে থ্রি পিস, হিজলদী বিওপির অভিযানিক দল দক্ষিণ বড়ালী থেকে ওষুধ, ভোমরা বিওপির অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মোল্লাপাড়া থেকে ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প অভিযানিক দল কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া থেকে ওষুধ জব্দ করেছে। 

এছাড়া বৈকারী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন কাপালিপাড়া থেকে ওষুধ, চান্দুড়িয়া বিওপির অভিযানিক দল একই থানাধীন বরই বাগান থেকে ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল কালিয়ানী থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৪ লাখ ৬৬ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে আগস্টে মুদ্রাস্ফীতি হ্রাস, চালের দাম কিছুটা কমেছে
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভোলার ইলিশ কলকাতার বাজারে, দুর্গোৎসবে স্বাদ নিচ্ছেন সনাতনীরা
বাগেরহাটে কোস্ট গার্ডের সচেতনতামূলক কর্মসূচি
পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ 
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ 
সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
১০