সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী, চান্দুড়িয়া, বৈকারী, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় থেকে ৬৮ বোতল মদ ও ওষুধ এবং তলুইগাছা বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন চৌরঙ্গী আমবাগান থেকে ৩০ বোতল মদ জব্দ করেছে।

এছাড়া, কুশখালী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন শ্মশান থেকে থ্রি পিস, হিজলদী বিওপির অভিযানিক দল দক্ষিণ বড়ালী থেকে ওষুধ, ভোমরা বিওপির অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মোল্লাপাড়া থেকে ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প অভিযানিক দল কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া থেকে ওষুধ জব্দ করেছে। 

এছাড়া বৈকারী বিওপির অভিযানিক দল কলারোয়া থানাধীন কাপালিপাড়া থেকে ওষুধ, চান্দুড়িয়া বিওপির অভিযানিক দল একই থানাধীন বরই বাগান থেকে ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল কালিয়ানী থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৪ লাখ ৬৬ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০