লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১

লক্ষ্মীপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার আসামি কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিদেশে পালানোর সময় বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।  

কনক কারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। 

তিনি বলেন, শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কনক কারী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে ধরতে বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়। সবশেষ বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্টে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থী সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত ও তিন শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয়। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত
ইউরোপের এক-তৃতীয়াংশ ডাক্তার ও নার্স বিষণ্নতায় ভুগছেন: ‘হু’
টাইমের ‘শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’-এ স্থান পেল আইসিডিডিআর,বি’র অন্ত্র-সুস্থকারী খাবার
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া মাচাদো
জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত ২০ সদস্যের স্মরণে স্মৃতিসভা 
কুয়াকাটায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই: বিষয়টি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয় : বাংলাফ্যাক্ট
তথ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা
১০