টেকনাফের গহীন পাহাড় থেকে ৬৬ জন উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭
ছবি: বাসস

কক্সবাজার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক।

জানা যায়, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভনের মাধ্যমে তাদের টেকনাফ নিয়ে যাওয়া হয়। তারপর সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র গহীন পাহাড়ে নিয়ে তাদের বন্দি করে রাখে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিদেশে পাঠানোর প্রলোভনে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণও দাবি করে থাকে চক্রটি। এ কারণে টেকনাফ এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এরই ধারাবাহিকতা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি আস্তানায় বেশ কিছু লোকজনকে বন্দি রাখা হয়েছে এমন সংবাদ পায়। এরপর নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে গহীন পাহাড়ের চূড়ায় অপহরণকারী ও মানবপাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়। এসব আস্তানা থেকে বন্দি থাকা অবস্থায় ৬৬ জনকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারী দলের সদস্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় ‘জুলাই স্মৃতি ভলিবল’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতানপুর তরুণ সংসদ ক্লাব
সুদের হার অপরিবর্তিত রাখল জাপানের কেন্দ্রীয় ব্যাংক
ইরানের বিরুদ্ধে পুনরায় পরমাণু নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে ভোট
নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ
এশিয়া কাপ সুপার ফোরের সূচি
মালেশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার
কামারখন্দে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে এটিইউ
১০