জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯
ছবি: বাসস

জয়পুরহাট, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘পাঁচুরচক রূপালী সংঘের’ উদ্যোগে শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। 

শুক্রবার দিনভর শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগার প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। স্থানীয় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ আয়োজন যেন আশার আলো। 

স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে চিকিৎসা দেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসা সেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষার পাশাপাশি সমাজসেবাকে গুরুত্ব দিয়েই নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানো হবে। 

পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান জানান, আমরা এলাকার দরিদ্র মানুষের কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নিয়েছি। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় ‘জুলাই স্মৃতি ভলিবল’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতানপুর তরুণ সংসদ ক্লাব
সুদের হার অপরিবর্তিত রাখল জাপানের কেন্দ্রীয় ব্যাংক
ইরানের বিরুদ্ধে পুনরায় পরমাণু নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে ভোট
নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ
এশিয়া কাপ সুপার ফোরের সূচি
মালেশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার
কামারখন্দে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে এটিইউ
১০