মুন্সীগঞ্জে পরিচ্ছন্নতা কর্মীদের ভবনের নির্মাণকাজ প্রায় শেষ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২
ছবি: বাসস

মো. মঞ্জুর মোর্শেদ

মুন্সীগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা আবাসিক ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো পরিচ্ছন্নতা কর্মীদের কাছে হস্তান্তর করা যাবে বলে জানা গেছে। শহরের খাল ইস্ট এলাকায় ভবনটি নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভায় প্রায় ৭০টি পরিবার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে আসছে। অথচ এই কর্মীরাই দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগের মধ্যে দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে আসছে। তাদের জীবন মানের উন্নয়নে স্বাস্থ্যকর আবাসের উদ্যোগ নেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের অর্থায়নে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সরকারের আবাসন প্রকল্পের আওতায় ১৫ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এর নির্মাণ কাজ শুরু হয়। এর দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান রফিক কন্সট্রাকশন। নির্মাণাধীন ভবনের প্রতিটি ফ্লাটে থাকছে বেড রুম, ডাইনিং রুম, কিচেন ও বারান্দা। পর্যাপ্ত আলো বাতাসের জন্য চারদিকে থাকছে খোলা জায়গা। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে উম্মুক্ত জায়গা, যাতে প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠান করা যায়। 

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী বিক্রম জানান, ভবন নির্মাণ সম্পন্ন হলে আমরা সুন্দরভাবে বসবাসের পরিবেশ পাবো। তবে এখানে আগে ৭০টি পরিবার বসবাস করতো। আর ৭ তলা ভবনে ৪৮টি ফ্ল্যাট থাকায় সকলের বাসস্থানের ব্যবস্থা হচ্ছে না। তাই এখানে আরও একটি বহুতল ভবন নির্মাণ করলে সব পরিচ্ছন্নতা কর্মীদের পরিবার এখানে বসবাস করতে পারবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সালেহ হাসান জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের প্রায় ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। এখন বিভিন্ন ফ্লোরে টাইলস, চুনকাম এবং ফিনিসিংয়ের কাজ চলছে। গত মে মাসের মধ্যে কাজ সমাপ্তের নির্ধারিত সময় ছিল। আশা করা যায় আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। এরপরই ভবনগুলো হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০