দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে মতবিনিময়

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩
দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়। ছবি : বাসস

ফরিদপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফরিদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন  পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, মহানগর পূজা উদযাপন ফন্টের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, সভাপতি ভাই ভাই পূজা মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার সাহা, ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, ফরিদপুরে যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোক একসঙ্গে বসবাস করছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এবারে দুর্গাপূজা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে পূজা চলাকালীন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ফরিদপুর পৌরসভার ৯৫ মন্দিরের প্রতিটিতে ৫ হাজার করে টাকা এবং ২৫ টি করে কাপড় বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
১০