বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়া শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন জাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের এলসভিয়ার-এ প্রকাশিত সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের মধ্যে জায়গা করে নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষক ও এক শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (জাবি)উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত এ বৈশ্বিক তালিকায় একাডেমিক দক্ষতা ও গবেষণায় তাদের অসামান্য  অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষকেরা হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তফিজুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম দিদার-উল-ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক এম শামীম কায়সার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আল-জামান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. এনামুল হক ও মো. নুরুল ইসলাম।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ মামুনও বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় জাবির গবেষকদের অন্তর্ভুক্তি সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরব ও সম্মানের বিষয়।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণায় এ ধারাবাহিক অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও সুনামকে আরও সমুন্নত করেছে।

অধ্যাপক আহসান আশা প্রকাশ করেন, জাবির গবেষকরা দেশে ও বিদেশে আরও বড় সম্মান বয়ে আনবেন। 

তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ একাডেমিক জীবন  কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০