পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
ছবি : বাসস

পিরোজপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।

রায় ঘোষণার সময় মো. সোহাগ হাওলাদার আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন। তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আকন।

আদালত সূত্রে জানা গেছে, বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ১৮ এপ্রিল সকালে বড়শৌলা খাল থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

ওই দিন বিকেলে আরিফের মা ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেলেন ২২ পরিবার
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
দুর্নীতির অভিযোগে কর্মকর্তাকে প্রত্যাহার করল দুদক
রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ: দায়িত্বশীল ছাত্ররাজনীতির শপথ
জাতীয় নীতি প্রতিযোগিতার ঢাবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি
সার্ক অঞ্চলে কৃষি ও বনায়ন সমন্বয়ে এগ্রোফরেস্ট্রি সম্প্রসারণের আহ্বান
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
১০