
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ডিবি-ওয়ারী বিভাগ।
যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম— মো. আশিকুর রহমান আশিক (৩০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।