গোপালগঞ্জে খালের বাঁধ অপসারণ করলো প্রশাসন

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১
খালের বাঁধ অপসারণ করলো প্রশাসন। ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন দুর্গাপূজা ও নৌ চলাচলের কথা বিবেচনা করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন স্থানীয় ঘাঘর নদীর মোহনায় একটি খালের মুখে দেওয়া বাঁধ অপসারণ করেছে। বাঁধটি কোটালীপাড়া-গোপালগঞ্জ খাল খনন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে রেখেছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বাঁধটি অপসারণের ব্যবস্থা করেন।

এ সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন প্রকল্পের কাজটি পেয়েছে বগুড়ার আতাউর রহমান খান লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই খনন কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে বর্ষার কারণে কাজ বন্ধ থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানটি খালের মুখে একটি বাঁধ দিয়ে রেখেছে।

এ বাঁধের কারণে নৌ চলাচল বন্ধ ছিল এবং আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলার তারাশী কর্মকার বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি গোশাই কর্মকার বলেন, ‘বাঁধটি অপসারণ করায় প্রতিমা বিসর্জন নিয়ে আমাদের যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। এ জন্য ইউএনও স্যারকে ধন্যবাদ।’

ইউএনও মো. মাসুম বিল্লাহ জানান, ‘দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য দ্রুত এই বাঁধ অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেলেন ২২ পরিবার
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
দুর্নীতির অভিযোগে কর্মকর্তাকে প্রত্যাহার করল দুদক
রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ: দায়িত্বশীল ছাত্ররাজনীতির শপথ
জাতীয় নীতি প্রতিযোগিতার ঢাবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি
সার্ক অঞ্চলে কৃষি ও বনায়ন সমন্বয়ে এগ্রোফরেস্ট্রি সম্প্রসারণের আহ্বান
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
১০