জামালপুরে ২০৬টি পূজামণ্ডপ তৈরির প্রস্তুতি পুরোদমে চলছে

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪
জামালপুরে পূজামণ্ডপ তৈরির প্রস্তুতি পুরোদমে চলছে। ছবি : বাসস

জামালপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিমাশিল্পীরা ষষ্ঠীর আগে প্রতিমা তৈরি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখা সূত্র জানিয়েছে, এ বছর জেলায় ২০৬টি দুর্গা পূজামণ্ডপ স্থাপন করা হবে, যা গত বছরের তুলনায় ১৭টি বেশি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানিয়েছে, জামালপুর সদর উপজেলায় ৫৭টি পূজামণ্ডপ স্থাপন করা হবে। এর মধ্যে সরিষাবাড়ীতে ৪৩টি পূজামণ্ডপ, মাদারগঞ্জে ২৭টি পূজামণ্ডপ, দেওয়ানগঞ্জে ২৪টি পূজামণ্ডপ, ইসলামপুরে ১৯টি পূজামণ্ডপ, মেলান্দহে ২২টি পূজামণ্ডপ এবং বকশীগঞ্জে ১৪টি পূজামণ্ডপ থাকবে।

স্থানীয় সুবল চন্দ্র দাস বলেন, দুর্গাপূজা উদযাপনের জন্য শিশুদের জন্য নতুন পোশাক কেনাসহ সকল প্রস্তুতি আমরা নিচ্ছি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, পূজামণ্ডপ কর্তৃপক্ষের মধ্যে মোট ১০৩ টন চাল বিতরণ করা হয়েছে, যার মধ্যে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

দোয়াময়ী মন্দিরের পুরোহিত বিপুল কাঞ্জি লাল বলেন, ষষ্ঠীর তিথি শুরু হবে ২৮ সেপ্টেম্বর সকালে। তিনি বলেন, রাধামোহন মন্দিরে গত ৬৫ বছর ধরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এ বছর দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আশা করেন, হিন্দু সম্প্রদায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপন করবে। দুর্গাপূজার পর ২ অক্টোবর উৎসব শেষ হবে।

জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে তার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রতিটি পূজামণ্ডপে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যার মধ্যে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তদারকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০