পটুয়াখালীতে কৃষি আধুনিকায়নে মোবাইল অ্যাপ প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
জেলার কুয়াকাটায় কৃষি খাতের আধুনিকায়নে (বিএএমআইএস) মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটায় কৃষি খাতের আধুনিকায়নে (বিএএমআইএসমোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা হোটেল ডি-মোর ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রকল্পের সার্বিক সহযোগিতা করে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ। কারিগরি সহায়তা ছিল রাইমসের, আর অর্থায়ন করেছে জার্মান ফেডারেশন ফরেন অফিস। বর্তমানে এই প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে কার্যক্রম চালাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। 

প্রধান অতিথি ছিলেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার এবং কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। 

প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন, প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। অনুষ্ঠান পরিচালনা করেন, জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার। 

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার আবহাওয়াবিদ মো. তানজিলুর রহমান, অ্যাপস ডেভলপার মো. খায়রুল ইসলাম অন্তর, প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, মিল অফিসার মারিয়া আক্তার জিন্তু, হিসাব ও মানবসম্পদ কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।

এ কর্মশালায় পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। 

সভাপতির প্রাণবন্ত ফ্যাসিলিটেশনে এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশিক্ষণটি উৎসবমুখর ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণের মাধ্যমে কৃষি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি সম্প্রসারণ কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ও রাঙ্গামাটি চ্যাম্পিয়ন
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৬০০ বৃক্ষ রোপণ 
আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণ বিজয়ী করবে : এ্যানি
১০