পটুয়াখালী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
বন্দরের শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
এ সময় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বকর বলেন, আমরা চাই পায়রা বন্দর পুরোপুরি সচল হোক। পায়রা বন্দর ব্যবহার করে দেশের বিনিয়োগকারীরা যেন বিদেশ থেকে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করে সে ব্যাপারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে।
এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, অর্থ সম্পাদক মো. সরফরাজ নেওয়াজ ফরহাদ, সদস্য মোস্তফা জামান ভুট্টো, মোহাম্মদ ওসমান গনি উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ প্রমুখ।