পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩
আজ পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি : বাসস

পটুয়াখালী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। 

বন্দরের শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। 

এ সময় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বকর বলেন, আমরা চাই পায়রা বন্দর পুরোপুরি সচল হোক। পায়রা বন্দর ব্যবহার করে দেশের বিনিয়োগকারীরা যেন বিদেশ থেকে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করে সে ব্যাপারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে।

এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, অর্থ সম্পাদক মো. সরফরাজ নেওয়াজ ফরহাদ, সদস্য মোস্তফা জামান ভুট্টো, মোহাম্মদ ওসমান গনি উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ও রাঙ্গামাটি চ্যাম্পিয়ন
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৬০০ বৃক্ষ রোপণ 
আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণ বিজয়ী করবে : এ্যানি
১০