ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬
ছবি: বাসস

ঝিনাইদহ, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া সকল মন্দিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। 

এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু ও যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, উপজেলার ১০১টি মন্দির ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল জোরদার করা হবে।

পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
ভারত ম্যাচের আগে লিটনের ইনজুরি শঙ্কা
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
দুর্গাপূজায় উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে : ধর্ম উপদেষ্টা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
১০